সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন।
এর ফলে সরকারের নেতৃত্বে ফিরতে পারছেন হামদক। এছাড়া গতমাসের সামরিক অভ্যুত্থানের পর আটককৃতদের ছেড়ে দেয়ার পথও উন্মুক্ত হয়েছে।
সুদানের সিনিয়র মধ্যস্থতাকারী ফাদাল্লাহ বার্মা এ খবর জানিয়ে বলেন, হামদকের পূর্বাস্থায় ফেরা এবং রাজনৈতিক বন্দীদের মুুক্তির জন্য জেনারেল বুরহান, আবদাল্লা হামদক, রাজনৈতিক বিভিন্ন পক্ষ এবং সুশীল সমাজের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা চুক্তি হয়েছে।
চুক্তির খবর নিশ্চিত করে সুদানের মধ্যস্থতাকারী একটি দল বিবৃতি প্রকাশ করেছে।