সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ‘বাংলাদেশ উৎসব’ শনিবার (২৩ নভেম্বর) শেষ হয়েছে।
রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবের সমাপনী দিনে বেশ কয়েকজন শিল্পী নাচ-গান পরিবেশন করেন
উৎসবের শেষ দিনে অনুষ্ঠান পরিচালনা করেন রুহানী সালসাবিল ও রাব্বী। শনিবার রাতে গান পরিবেশনা করেন শিল্পী সাবরীনা পড়শী ও বর্ণমালা শিল্পী গোষ্ঠী। এছাড়া ডিজে সোনিকা, ইমরান খান, মেহেরীন মেরী, সজীব দাশ বিভিন্ন পর্বে নাচ ও গান পরিবেশন করেন।
মঞ্চে উঠার আগে শিল্পী সাবরীনা পড়শী মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, প্রথম বার সৌদি আরব এসেছি। এখানে এসে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের দেখে খুব ভালো লাগছে। এ উৎসবের যারা আয়োজন করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই।
এবারের বাংলাদেশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পার্কে মেলারও আয়োজন ছিল। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রদর্শনীর আয়োজনও করা হয়।