April 2, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ বিনোদন বিশ্ব সর্বশেষ

রিয়াদ নিয়ে প্রশ্নকে ‘অপ্রাসঙ্গিক’ বলছেন সাকিব

এশিয়া কাপের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এ নিয়ে সমালোচনা হয়েছে বেশ।

তাকে সাত নম্বর পজিশনে খেলানো নিয়ে আলোচনা ছিল। এশিয়া কাপের সুপার ফোরের দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। এরপর আবারও ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ।

সাত নম্বর পজিশনে খেলা আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী কেউই ভালো করতে পারেননি। এ নিয়ে প্রশ্ন হলে সাংবাদিকের ভুল ধরিয়ে দিয়ে সাকিব জানিয়েছেন, রিয়াদের জায়গায় খেলছেন তাওহীদ হৃদয়। প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন সাকিব।

তিনি বলেন, ‘দেখেন, প্রথম শেষ তিন সিরিজে রিয়াদ ভাই ছিল না। তখন এসব কথা আপনারা বলেছেন কি না আমি জানি না। এখন বলছেন (হাসি)। আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক। এই বিষয়টা। দেখুন, আপনি আরেকটা ভুল প্রশ্ন করলেন। রিয়াদ ভাইয়ের জায়গায় যখন কাউকে আনা হয়েছিল দলে, সেটা ছিল তাওহীদ হৃদয়। ’

বিশ্বকাপের স্কোয়াড আইসিসির কাছে জমা দিলেও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি কোনো কারণ ছাড়াই বদল আনা যাবে। এর মধ্যে আছে নিউজিল্যান্ড সিরিজ। সাকিব বলছেন, এখনও সবারই সুযোগ আছে।

তিনি বলেন, ‘সবারই সুযোগ আছে। কারণ আমাদের বেশিরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে। ’

‘আর ইনজুরি আমরা নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারব। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে; তাহলে যেন আমরা এভেইলঅ্যাবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি। ’

সম্পর্কিত খবর

যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে ৪৩০০ কোটি টাকার প্রকল্প

gmtnews

দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত : প্রধানমন্ত্রী

gmtnews

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের শ্রদ্ধা

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত