ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার পর থেকে। আবহাওয়া অধিদফতর বলেছে, বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।
মঙ্গলবার (৮ জুন) ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও একই অবস্থা। বৃষ্টির জন্য সকালে অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিত পড়ছেন। এই বৃষ্টিতে যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়ে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাছাড়া বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।