জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও মালদ্বীভিয়ান ব্লাড সার্ভিসের সহায়তায় আজ এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, কয়েকজন মালদ্বীপের নাগরিক এবং হাইকমিশন কর্মকর্তা- কর্মচারিসহ তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয়রা এ মানবিক কর্মসূচির প্রশংসা করেন। তারা বলেন মুজিববর্ষে এ কর্মসূচির মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রক্তদান কর্মসূচির উদ্বাধন করেন। এছাড়া এ সময় মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট আবদুল হালিম আবদুল লতিফ, সেক্রেটারি জেনারেল ফাতিমাত হিমায়া এবং হাইকমিশনের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস