অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং ব্যবস্থার কথা ভাবছে ইসি

দেড় কোটি প্রবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দেশে বসেই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। এ দাবি আমলে নিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রক্সি ভোটিং ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে এএমএম নাসিদ উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ্ধতি আমাদের সামনে আছে। একটি হলো পোস্টাল ব্যালট, যদিও ওটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়টা হচ্ছে প্রক্সি ভোটিং। এই বিধান বিভিন্ন দেশে আছে। আর তৃতীয় অপশন হচ্ছে অনলাইনে ভোটার ব্যবস্থা। কিন্তু এ ব্যবস্থাটি খুব সহজ নয়।

তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধির সঙ্গে এ ব্যাপারে আলাপ করেছি। তারাও এর প্রয়োগ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রথম দুটি উপায়কে ডেভেলপ করব এবং অনলাইন ভোটিং নিয়ে আমরা আরও বেশি পর্যালোচনা করব। পরে অনলাইন ভোটিংয়ের ওপর একটা পাইলোটি করব যে এটা সম্ভব কিনা।

বর্তমানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। ফলে এতে কেউ সাড়া দেন না বললেই চলে। আর প্রক্সি ভোটিংয়ের ধারণাটি নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে রয়েছে।

সম্পর্কিত খবর

যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি সেনাপ্রধানের

gmtnews

সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন

News Editor

শীতে নতুন সঙ্কটে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইইউর সাহায্যে অনিশ্চয়তা

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত