গত কয়েকদিন ধরে সরকার ঘোষিত বিধিনিষেধের ফলে এই সময়ে খাদ্যাভাবে পড়েছে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষেরা। তাই সোমবার (৫ জুলাই) থেকে টানা সাত দিন পাঁচ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে ডিএমপি।
রবিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বলেন, ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের নির্দেশে টানা সাত দিন ডিএমপির ৫০টি থানা এলাকায় একযোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাবার বিতরণ করা হবে।
ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে রোববার প্রায় ৩০০ দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রমনার পরীবাগের বিটিসিএল অফিসে এই খাদ্য বিতরণ করা হয়। রমনা বিভাগের ডিসি বলেন, করোনায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।