অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

পিছিয়ে পড়েও মোহনবাগানের মাঠে বসুন্ধরা কিংসের ড্র

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে বসুন্ধরা কিংস। দুইবার ম্যাচে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

ম্যাচ শুরু করার আগে সব কিছুই ছিল কিংসের বিপক্ষে। ভিসা জটিলতার টিকেট জোগাড়ে বিপত্তি। শেষ পর্যন্ত ম্যাচের আগের দিন ভেন্যুতে পৌঁছায় কিংস। অনুশীলন ছাড়াই খেলতে নামে তারা।

তবে মাঠের খেলায় এর কিছুই বুঝতে দিলেন না রবসন-দরিয়েলতনরা। ম্যাচের ২৯ মিনিটেই পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ৩৩ মিনিটে গিয়ে সমতায় ফেরে বাংলাদেশের ক্লাবটি। উড়িশা এফসির বিরুদ্ধে জোড়া গোল করা দরিয়েলতন সমতায় ফেরান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় মোহনবাগান। স্বাগতিকদের এগিয়ে দেন আশিষ রায়। তার কল্যাণেই পরে ম্যাচে সমতায় ফেরে কিংস। ম্যাচের ৭০ মিনিটে বক্সের মধ্যে রবসন রবিনিয়োকে ফেলেদেন এই ভারতীয় ফরোয়ার্ড। পেনাল্টি পায় কিংস। তাতে গোল করে বসুন্ধরা কিংসকে এক পয়েন্ট পাইয়ে দেন রবিনিয়ো।

আগামী ৭ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় মোহানবাগানের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

সম্পর্কিত খবর

শেষ হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০২৩, সেরা সিলেটের সামিরা

Hamid Ramim

অনিয়ম করে মার্কিন কংগ্রেসের সদস্যপদ হারালেন জর্জ সান্তোস

Hamid Ramim

সান্তোসে ফিরতে চেয়েছেন নেইমার

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত