ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)’র সভাপতি পিটার মরার নিজ দেশে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি মানবিক আচরণের জন্য বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গারা যাতে টেকসই উপায়ে মর্যাদার সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য আইসিআরসিকে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন।