সাত বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশব্যাপী। এই অবস্থায় শরীর ঠাণ্ডা রাখতে প্রয়োজন ঠাণ্ডা খাবার। তবে আমরা পানি যুক্ত খাবার বলতেই মূলত বুঝি তরমুজ শশা ও ডাব। সেই সুযোগ বুঝে বিক্রেতারা দাম হাকছেন বেশি।
তবে আমরা চাইলেই এর বিকল্প অন্যান্য ফলমূল খেতে পারি।
ফলমূল গুলো হলঃ
* পেঁপে (পানির পরিমাণ প্রায় ৯১ শতাংশ)
* আনারস (পানির পরিমাণ প্রায় ৮৭ শতাংশ)
* বাঙ্গি (পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ)
* শাকালু বা জিকামা (পানির পরিমাণ প্রায় ৮৫ শতাংশ)
* দই (পানির পরিমাণ প্রায় ৭৫ শতাংশ)
* নারিকেলের ফোঁপড়া (পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ)