অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি সর্বশেষ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তালিকা শীঘ্রই

ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তালিকার ঘোষণা আসবে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘‘ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে৷ সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি৷ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে৷ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি৷ যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে৷ দ্রুত সময়ে আমরা এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে৷’’ নাহিদ আরও বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১০-১৫ জনের প্রাথমিক তালিকা দিয়ে এসেছি৷ সেটা চূড়ান্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তালিকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে৷’’

ড. ইউনূসের সঙ্গে যোগাযোগপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘উনার একটি মাইনর অপারেশন হয়েছে আজকে৷ আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন৷ আগামীকাল রাতে অথবা পরশু সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন৷ এর মধ্যে তালিকাও চূড়ান্ত হয়ে যাবে৷ ২৪ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারবে বলে আশা করছি৷’’

দেশের পরিস্থিতি নিয়ে নাহিদ বলেন, ‘‘পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে পুর্নগঠন করতে হবে৷ দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ হবে৷ ছাত্র-নাগরিকরা আজকে যে ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছে৷ আইন-শৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত সবাইকে সর্তক থাকতে হবে৷ কোনো ধরনের নাশকতা, লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র- জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। ছাত্র-জনতা মিলে আমরা নতুন বাংলাদেশ বির্নিমাণ করব৷
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ জন সমন্বয়ক, লিঁয়াজো কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম ও নাসির আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান ও অধ্যাপক আসিফ নজরুল৷

সম্পর্কিত খবর

ইয়াঙ্গুনের কাছে সামরিক গাড়িবহরে বোমা হামলা

gmtnews

সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে: প্রধানমন্ত্রী

gmtnews

বিএনপি ‘আগুনসন্ত্রাসে’ ঝুঁকে যেতে পারে, শঙ্কা ওবায়দুল কাদেরের

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত