অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

চীন আরেকটি বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশকে পাশে চায়

buyprimeaccount.com

উল্লেখ্য, চীনের আরেকটি বৈশ্বিক উদ্যোগে (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই) যুক্ত হতে সাড়ে ছয় বছর আগে সমঝোতা স্মারক সই করেছিল বাংলাদেশ। বিআরআইয়ের পর ২০২১ সাল থেকে জিডিআইকে সামনে এনেছে চীন। বিআরআই মূলত যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যাপকভাবে সংযুক্তির উদ্যোগ। আর জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা জিডিআইয়ে বাংলাদেশকে যুক্ত করতে বেইজিং চলতি বছরের শুরুতে বাংলাদেশকে সমঝোতা স্মারকের খসড়া পাঠায়। ‘উন্নয়ন সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের বিকাশ’ শীর্ষক ওই সমঝোতার খসড়া নিয়ে গত এপ্রিল মাসের মাঝামাঝি ঢাকায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আন্তমন্ত্রণালয় সভা করেন। ওই সভায় সমঝোতা স্মারক সইয়ের নানা দিক নিয়ে আলোচনা হয়। চীনের প্রস্তাবিত সমঝোতা স্মারকের বাংলাদেশের মতামত যুক্ত করে তা দেশটির কাছে ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবিত ওই খসড়া অনুযায়ী, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলে এর মেয়াদ হবে দুই বছর।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগেও (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ—জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন। স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়টি আজ শনিবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে। কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আন্তমন্ত্রণালয় সভার বৈঠকের আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, জিডিআই নিয়ে চীনের সঙ্গে সমঝোতা সইয়ের পক্ষে মত এসেছে। বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে চীনের প্রস্তাবিত সমঝোতা স্মারক সই করার পক্ষে মত এসেছে। তবে বৈঠকে এমন মতও এসেছে যে একমাত্র উন্নয়নকে বিবেচনায় নিয়ে এ ধরনের একটি বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলে বাংলাদেশ সামগ্রিকভাবে কতটা লাভবান হবে, সেটি আরও ভালোভাবে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ জিডিআইতে যুক্ত হলে এর ভূরাজনৈতিক প্রভাবসহ রাজনৈতিক দিকও বিবেচনা করা উচিত। তাই এখনই সমঝোতা স্মারক সই না করে আরও কিছুটা সময় নেওয়া উচিত, আন্তমন্ত্রণালয় সভায় এমন মত দেওয়া হয়েছে।

গত বছরের আগস্টে ঢাকা সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জিডিআইয়ে যুক্ত হওয়ার অনুরোধ করেন। তখন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, চীনের অনুরোধ বিবেচনা করে দেখা হবে।

ওয়াং ইর অনুরোধের সপ্তাহ দুয়েক পর এ বিষয়ে বাংলাদেশের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় বেইজিং। জিডিআই বাস্তবায়নে অংশীদারদের নিয়ে চীন এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, চিঠিতে তা উল্লেখ করা হয়। মূলত স্বাস্থ্য, খাদ্য ও জ্বালানি সুরক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিকাশ, দক্ষতা উন্নয়ন, সুনীল অর্থনীতি ও বনায়নের ক্ষেত্রে চীন যেসব উদ্যোগ নিয়েছে, তা বাংলাদেশকে জানানো হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে জানানো হয়, বেইজিং এ নিয়ে বাংলাদেশের সঙ্গে সুনির্দিষ্টভাবে কী করতে চায়, সেটা জানানো উচিত। এরই ধারাবাহিকতায় চীন বাংলাদেশের কাছে জিডিআই সমঝোতার খসড়া পাঠায়।

অনেকটা কাকতালীয় ঘটনা হলেও কূটনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এ বছর চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তিনটি সফরের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো না কোনো যোগসূত্র আছে। বিশেষ করে গত জানুয়ারিতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের ঠিক আগে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। কয়েক ঘণ্টার ওই যাত্রাবিরতির সময় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

সম্পর্কিত খবর

আর্জেন্টিনাতেও জামালের ভাবনায় মালদ্বীপ

Shopnamoy Pronoy

একনেকে ৫,৮৮৩.৭৪ কোটি টাকার ডিজিটাল সংযোগ প্রকল্প অনুমোদন

gmtnews

আজ নিউজিল্যান্ডের কাছে হারলেই বাদ পাকিস্তান

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত