সারাহ বেগম কবরী, যিনি ছিলেন একাধারে কিংবদন্তী অভিনেত্রী,চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংসদ সদস্য; আর আমাদের মাঝে নেই।
এতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন “এ দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে”প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য যে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ-এর মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবরী।
৫- ই এপ্রিল মহামারি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন কবরী। অবস্তার অবনতি হওয়ায় পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার আই.সি.উ-তে ভর্তি করা হয় তাকে।কিন্তু করোনার সাথে যুদ্ধে হেরে গিয়ে ১৭-ই এপ্রিল রাত ১২ টা বেজে ২০ মিনিটে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।