ফিলিস্তিনের গাজা যুদ্ধে ‘তিন দিনের বিরতি’ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় বাইডেন এই আবেদন জানিয়ে বলেন, ‘এই বিরতি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।’ যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেওয়া হবে, যাতে হামাস ১০ থেকে ১২ জন জিম্মিকে মুক্তি দিতে পারে। এ ছাড়া হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।
previous post
next post
সম্পর্কিত খবর
- মন্তব্য
- ফেসবুক কমেন্টস