ফিলিস্তিনের গাজায় বিপর্যয়কর পরিস্থিতি শুরু হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। যদিও যেকোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধিতা করে করে আসছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭ হাজার ৩২৬ জনে দাঁড়িয়েছে, এর মধ্যে তিন হাজারের বেশি শিশু রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন আরও ১১০ ফিলিস্তিনি।
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে। এই অগ্রগতিকে তিন সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের ক্ষেত্রে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।