করোনার নতুন ভেরিএন্ট আসার পর টেস্ট এর রিপোর্ট নেগেটিভ আসলেও করোনা থাকছে পজিটিভ।নতুন এই ভেরিএন্টটি সরাসরি ফুসফুসে আক্রমন করছে। জ্বর কিংবা কাশির মত কোন লক্ষন এতে দেখা যাচ্ছে না। শুধু ব্যাথা, অরুচি এইসব লক্ষণ প্রকাশ পাচ্ছে।
রোগী ৮-১০ ঘণ্টার ভেতরেই স্বাভাবিক অবস্থা থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাচ্ছে। আরও চিন্তার বিসয় হচ্ছে এই নতুন ভেরিএন্টে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার হার খুবই কম।
এই ভেরিএন্টটি আগের তুলনায় অনেক দ্রুতগতিতে ছড়াচ্ছে। ধনী-গরীব শবাই আক্রান্ত হচ্ছেন এতে। এই অবস্থা চলতে থাকলে স্বাস্থ্য ব্যাবস্থা মুখ থুবড়ে পড়বে। এটা একতা ওয়ার্নিং এর মতই বলা চলে।
আমরা সবাই সচেতন হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। নিরাপদ থাকি এবং আপনজন-কেও সুস্থ রাখি।