বাংলাদেশে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস থেকে ভালভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা । তবে তারা বলেছেন, আর্থরাইটিস, ডায়াবেটিস সহ পুরনো সব জটিলে রোগের টেস্টের জন্য কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।বাংলাদেশে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস থেকে ভালভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা । তবে তারা বলেছেন, আর্থরাইটিস, ডায়াবেটিস সহ পুরনো সব জটিলে রোগের টেস্টের জন্য কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
উল্লেখ্য যে, গত ১১ই এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসে পাঁচ শতাংশ সংক্রমণ পাওয়া গিয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হবার পরে গত ১৪ই এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন যে খালেদা জিয়ার ফুসফুসে ভাইরাসের সংক্রমণ নূন্যতম।