ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইসরায়েলি বাহিনীর থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজা নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। তবে গাজার নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এসব কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। তিনি আরও বলেন, গাজায় কয়েক শ হামাস সদস্য আত্মসমর্পণ করেছেন কিংবা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত হামাস সদস্যরাও আছেন।