বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ডিয়েগো ম্যারাডোনাকে শুধু আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বললে কম বলা হবে। ফিফার দৃষ্টিতে তিনি শতাব্দীর সেরা ফুটবলার। ম্যারাডোনার ফুটবলের জাদুতে মজেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ইতিহাসের সেরা এই ফুটবলারের জন্মদিন আজ। ১৯৬০ সালের ৩০ অক্টোবর এ ফুটবল জাদুকরের জন্ম। ২০২০ সালের নভেম্বরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।