সময়টা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর। মার্কিন প্রকৌশলী অরভিল রাইট প্রথমবারের মতো ইঞ্জিনচালিত উড়োজাহাজে চেপে আকাশে ওড়েন। প্রায় ১২ সেকেন্ড ধরে ৩৬ মিটার (১২০ ফুট) উচ্চতায় উড়তে সক্ষম হন তিনি। পরবর্তী সময়ে উড়োজাহাজ নিয়ে অরভিল রাইট ও তাঁর ভাই উইলবার রাইট আরও পরীক্ষা–নিরীক্ষা চালান।
previous post
next post
সম্পর্কিত খবর
- মন্তব্য
- ফেসবুক কমেন্টস