তিউনিশিয়ার গণভোটে অংশগ্রহণকারীদের ৯৪.৬ শতাংশের সমর্থনে দেশটির নতুন সংবিধান অনুমোদিত হয়েছে। প্রাথমিক ফলাফলের উল্লেখ করে মঙ্গলবার আইএসআইই নির্বাচন কমিশনের প্রধান এ কথা জানান। খবর এএফপি’র।
আইএসআইই প্রধান ফারুক বুয়াস্কার তিউনিসে সাংবাদিকদের বলেন, দেশটির ৯৩ লাখ ভোটারের মধ্যে ২৬ লাখের বেশি লোক নতুন এ খসড়া সংবিধানের প্রতি সমর্থন জানান।
নতুন এ সংবিধান প্রেসিডেন্ট কায়িস সাঈদের ব্যাপক ক্ষমতা নিশ্চিত করবে।