অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

জয় দিয়ে হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখলো ভারত

জয় দিয়ে হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখলো ভারত

জয় দিয়ে নিজেদের  হাজারতম  ওয়ানডে স্মরণীয়  করে রাখলো ভারতীয় ক্রিকেট দল।  বিশ্বের প্রথম দল হিসেবে  নিজেদের ওয়ানডে  ইতিহাসে হাজারতম ম্যাচ খেলতে ভারত।

মাইলফলক স্পর্শ করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত।

ভারতীয় বোলারদের তোপে শুরুতেই খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। এক পর্যায়ে ৭৯ রানেই সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৮, ব্রান্ডন কিং ১৩, ড্যারেন ব্রাভো ১৮, শামারাহ ব্রুকস ১২, নিকোলাস পুরান ১৮, অধিনায়ক কাইরন পোলার্ড-আকিল হোসেন খালি হাতে ফিরেন। এরমধ্যে স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন।

১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তীতে খাদের কিনারা থেকে টেনে  তোলেন  জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১শ পেরিয়ে দেড়শ স্পর্শ করে। ৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙ্গে ভারতকে দারুন ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন।

হাফ-সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাহাল ৪৯ রানে ৪টি, সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিশানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত।

এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় ভারত। বিরাট কোহলি ৮, কিশান ২৮ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ১১ রান করে আউট হন।

১১৬ রানে ৪ উইকেট পড়লেও, পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্মরনীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকী ছিলো।

৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন ২ উইকেট।

আগামী ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সম্পর্কিত খবর

ইশতেহার ঘোষণার আগে তরুণদের মতামত জানলেন শেখ হাসিনা

gmtnews

সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে: প্রধানমন্ত্রী

gmtnews

অ্যাপল ওয়াচ ৯ দিয়ে শুরু অ্যাপলের ‘ওয়ান্ডারলাস্ট’

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত