ইজরাইল নতুন ‘ওমিক্রন’ ভেরিয়ান্ট রোধে রবিবার দিনের শেষ দিক থেকে সকল বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বিশেষ কমিটির অনুমোদন ব্যতীত সকল বিদেশী নাগরিকের জন্য ইজরাইল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, রবিবার সন্ধ্যায় এই আদেশ কার্যকর হবে।