32 C
Dhaka
March 31, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

অবশেষে গোল পেলেন মেসি, সিটিকে হারাল পিএসজি

অবশেষে গোল পেলেন মেসি সিটিকে হারাল পিএসজি

মেসি পিএসজির হয়ে প্রথম গোল পেলেন। সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। তাতে জিতল তার দলও। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সাবেক গুরু ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। দলের হয়ে বাকি গোলটি করেছেন ইদ্রিসা গেই।

২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পর সিটি ম্যাচের আগে খেলেছিলেন তিন ম্যাচ। গোল করা কিংবা করানো কোনোটিই করতে পারেননি আর্জেন্টাইন তারকা। এরপর ইনজুরিতে ছিটকে গিয়ে খেলতে পারেননি লিগ ওয়ানের দুটি ম্যাচও।

তাতে হতাশা বাড়ছিল রীতিমতো। কিন্তু এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দুর্দান্ত গোল করে সব যেন এক ফুৎকারে দূরে ঠেললেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শুরুর দিকে পিএসজিকে চেপে ধরেছিল সিটি। কিন্তু পাঁচ মিনিট পর গা ঝাড়া দেয় পিএসজি। অষ্টম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে কাটব্যাক করলেন এমবাপে। ফাঁকায় বলে ঠিকমতো পা লাগাতে পারেননি নেইমার। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জোরালা শটে ঠিকানা খুঁজে নিলেন গেই।

২৬তম মিনিটে দুবার ভাগ্য সহায় হয়নি সিটির। কেভিন ডে ব্রুইনের ক্রসে রাহিম স্টার্লিংয় হেড করেন। সেটি লাগে ক্রসবারে। ফিরতি বলে বের্নার্দো সিলভার টোকাও ক্রসবারে লাগে। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পিএসজি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটি। কিন্তু গোলের দেখা পায়নি। ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার সামনে বাধা হয়ে দাঁড়ান পিএসজি গোলরক্ষক ডোনারুম্মা। ৭৪ মিনিটে চলে আসে মাহেন্দ্রক্ষণ। গোল পেয়ে যান মেসি।

ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপেকে পাস দেন মেসি। ওই বল আবার ডি বক্সের বাইরে দাঁড়ানো মেসিকে ফিরিয়ে দেন ফরাসির তারকা। দুর্দান্ত শটে পিএসজির হয়ে নিজের অভিষেক গোল করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২১ তম গোল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দিনের আরেক ম্যাচে লাইপজিগকে ২-১ গোলে হারানো ক্লাব ব্রুর্জ সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে সিটি আছে তিন নম্বরে। লাইপজিগ এখনো কোনো পয়েন্ট পায়নি।

সম্পর্কিত খবর

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Hamid Ramim

ফিরেই ‘দ্রুততম’ অর্ধশতক হেডের, ১০ ওভারে ২১ বাউন্ডারি অস্ট্রেলিয়ার

Shopnamoy Pronoy

বস্তিবাসী শিক্ষার্থীদের বছরে কোটি টাকা বৃত্তি দেওয়া হবে: মেয়র আতিকুল ইসলাম

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত