দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য করোনা মহামারীতে স্বল্প পরিসরে একটি আন্তর্জাতিক মানের ফেব্রিক্স সপ্তাহ আয়োজন করে দেশের টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় রপ্তানিমুখী প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স বাংলাদেশ। আন্তর্জাতিক মানের এই সপ্তাহটি চলবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
২০১৭ সালে বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টসের ইতিহাসে প্রথমবারের মত ফেব্রিক্স মেলার আয়োজন করে জাবের অ্যান্ড জুবায়ের ফ্রেব্রিক্স। তার ধারাবাহিকতায় করোনা মহামারীতে সল্প পরিসরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আবারও এই মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান। নোমান গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। প্রতিষ্ঠার ১৩ বছর পর ২০০০ সালে রপ্তানি বাজারে প্রবেশ করে তারা। এ জন্য প্রতিষ্ঠা করা হয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস নামে রপ্তানিমুখী হোম টেক্সটাইল প্রতিষ্ঠান। এ পর্যন্ত নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে ৪৬টি জাতীয় রপ্তানি পদক পেয়েছে। এর মধ্যে ১১টি ছিল শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি।
নোমান গ্রুপের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে আছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। এ প্রতিষ্ঠানটি গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের দ্বিতীয় ও তৃতীয় ছেলের নামে নামকরণ করা হয়েছে। জাবের অ্যান্ড জোবায়েরের বর্তমানে ১৮ থেকে ২০ ধরনের পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়।