রিও দে জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে লুকাস পাকুয়েটার একমাত্র গোলে পেরুকে ১-০ ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দেয়া পেরুকে আবারও হারিয়ে দিল নেইমাররা।
প্রথমার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলে। ফলও মিলে যায় ৩৫তম মিনিটে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’ মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়ার্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকলেও আঁটকে দেন ব্রাজিলের গোলরক্ষক। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে।
তবে ৮১ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ আসলেও পারেনি পেরু। ইয়োতুনের ফ্রি কিক লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স, তবে লক্ষ্যভ্রষ্ট হয়।
বাকি সময়ে আর কোনও সুযোগ আসেনি দুই দলের সামনে। অতিরিক্ত পাঁচ মিনিট সময় পেলেও কাজে লাগাতে পারেনি গতবারের রানার্স-আপরা। ১-০ ব্যবধানের জয়ে কোপার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।