কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার দেয়া যুক্তরাষ্ট্রের মর্ডানা ভ্যাকসিনের ১৩ লাখ ডোজ টিকার প্রথম চালান শুক্রবার দিবাগত রাত ১১টায় এবং মডার্নার তৈরি আরও ১২ লাখ করোনার টিকা দ্বিতীয় চালান শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছেছে।
রাত সাড়ে এগারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার এই চালান গ্রহন করেন।
বাংলাদেশ যখন তার বিপুল সংখ্যক জনগণকে টিকা দেয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল ভ্যাকসিনের এ চালান দেশের মানুষের জন্য একটা বড় সুসংবাদ।
বিভিন্ন মাধ্যমে খুব শিগগিরই অবিরামভাবে টিকা পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে না বলে গতকাল বৃহস্পতিবার আশা ব্যক্ত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাসস জানায়, বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ও টিকা চেয়ে হোয়াইট হাউজের কাছে আবেদন করেছে।
সরকারি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চীন থেকে দেড় কোটি ও রাশিয়া থেকে স্পুটনিকের ৫০ লাখ ডোজ টিকা আনার চেষ্ট করছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ভারতের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ প্রথম ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল।
এ পর্যন্ত বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা পেয়েছে।
3 সকল মন্তব্য
[…] […]
[…] যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য স্থানীয় অংশীদারদের […]
[…] ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার আরও ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। […]