করোনাভাইরাস মোকাবিলার জন্য ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আবার ১৬ দিন বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রবিবার (১৩ জুন) এক বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সীমান্ত আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। শুধু অনুমতি সাপেক্ষে কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রবেশাধিকার থাকবে।
ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর কয়েক দফা এটি বাড়ানো হয়। তবে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। এখনও একই নিয়ম বলবৎ থাকছে।