ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন। গতকাল রবিবার যুক্তরাজ্যে জি-৭ শীর্ষ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে রানির বিশেষ অতিথি হিসেবে তারা গিয়েছেন।
উজ্জ্বল গোলাপী ফ্লোরাল পোশাকে সেজে বাইডেন ও তাঁর স্ত্রীকে বাকিংহাম প্রাসাদে স্বাগত জানান রানী এলিজাবেথ।
স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এই প্রথম সপরিবার কোনো কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিলেন রানি। ছিলেন সস্ত্রীক যুবরাজ চার্লস ও সস্ত্রীক রাজকুমার উইলিয়ামও।
লন্ডনের বাইরে উইন্ডসর ক্যাসেল জো এবং জিল বাইডেনের সঙ্গে রানীর এই সাক্ষাৎ করোনা মহামারি শুরুর পর কোনো বিশ্বনেতার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ছিলো।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন শেষে তিনি যান রাণি এলিজাবেথের সঙ্গে দেখা করতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এটি তার প্রথম বিদেশ সফর। রাণির সঙ্গে সাক্ষাতের পর বাইডেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন। সেখানে দুই দিন থেকে ন্যাটো সদরদফতরে এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তিগুলোর সঙ্গে দেখা করবেন। পরে জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তার আলাপ হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
একটি মন্তব্য করা হয়েছে
[…] শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ কে বাংলাদেশের করোনা টিকা উৎপাদনের […]