ভারতে করোনভাইরাস (কোভিড -১৯) সংক্রমণের কারণে, সরকার দেশের সীমান্ত অতিক্রম করার জন্য সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারি এই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন।
চলাচল বন্ধ থাকলেও আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।
প্রথম দফায় ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।
2 সকল মন্তব্য
[…] উচ্চ হার রেকর্ড করা হয়েছে। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের […]
[…] মোকাবিলার জন্য ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আবার ১৬ দিন বাড়িয়ে আগামী […]