বঙ্গবন্ধু আমাদের জাতীর একটি অনস্বীকার্য অধ্যায়। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে তিনি অন্যান্য দেশে কতটা পরিচিত।
আমি গিয়েছিলাম ভারতে । ঘুরছি এবং উপভোগ করছি সৌন্দর্য। অবাক হলাম কয়জন আমাদের বাংলাদেশী হিসেবে চিনে আমাদের সাথে ছবি তোলার জন্যে আসলো কিছু লোক।
আরও বেশি অবাক হলাম তারা বাংলাদেশ নিয়ে আলোচনার সময় বঙ্গবন্ধুর কথা বলায়। তাদের একটি স্কুলে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল। আগ্রহ ভরে শুনছিলাম তারা কতো কিছু জানে বঙ্গবন্ধুর বিষয়ে।হয়তো আমাদের প্রজন্মের ছেলেপেলে-রাও এতটা জানে না।
একই দৃশ্য দেখেছি চীনে ঘুরতে গিয়ে। দেখেছি কি ভাবে সম্মান করতে হয় একজন দেশ নেতাকে।
আমাদের তাদের কাছে শিক্ষা নেয়া উচিৎ। গর্ব করা উচিৎ আমরা বাঙালি বলে। সম্মান আনা উচিৎ বঙ্গবন্ধুর জন্যে।