ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে আকাশপথে ১০০টির বেশি হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে। এ সময় সবচেয়ে জোরদার হামলা হয়েছে দেশটির পূর্বাঞ্চলে খারকিভ, লুহানস্ক ও দোনেৎস্কে।
আকাশপথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেন বাহিনী বলেছে, দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী ২৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ২৭ বার বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া রকেট হামলা চালানো হয়েছে ৫৯ বার।
এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে শনিবার ৬২টি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছেন এ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দ্র প্রোকুদিন। এতে আহত হয়েছেন এক নারী। এদিন সকালে খেরসনের বেরিস্লাভ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বেসামরিক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।