যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংগঠন দুটি ফিলিস্তিনপন্থী। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংগঠন দুটি ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারবে না।
সংগঠন দুটি হলো স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন (এসজেপি) ও জুয়িশ ভয়েস ফর পিস (জেভিপি)।
গাজায় চলমান ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন সংগঠন দুটির সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তাঁদের কার্যক্রম স্থগিত করা হয়। তবে এর জেরে সমালোচনার মুখে পড়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।