ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রশংসা করেছিলেন হিজবুল্লাহপ্রধান শেখ হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। হামাস–ইসরায়েলের সংঘাতের পর থেকে প্রায়ই ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
সামরিক শক্তির দিক দিয়ে হিজবুল্লাহ বেশ শক্তিশালী। বিপুল অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের প্রশিক্ষিত যোদ্ধাও রয়েছে। ইসরায়েলের সঙ্গে ২০০৬ সালে যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ। এখন প্রশ্ন উঠেছে, গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর নতুন করে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কতটুকু?