গাজায় ত্রাণবাহী ৫৯টি ট্রাক ঢুকেছে। গতকাল মঙ্গলবার খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে এসব ট্রাক মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ঢোকে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে মিসরের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের কাছে ২৯ ট্রাক ত্রাণ সরবরাহ করা হয়েছে। আর ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস দিয়েছে ৪ ট্রাক ত্রাণ।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘাত শুরুর পর তিন সপ্তাহের বেশি সময়ে অবরুদ্ধ গাজায় ২১৭ ট্রাক এসেছে। এসব ট্রাকে পানি, খাদ্য, চিকিৎসা সামগ্রী ও ওষুধ এলেও জ্বালানি সরবরাহ করা হয়নি।