ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মানুষ। প্রাণভয়ে এর মধ্যে প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ বলছে, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ে জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে ৩ লাখ ৫২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।