20 C
Dhaka
April 5, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ বিনোদন বিশ্ব সর্বশেষ

ডেল স্টেইনের চোখে সাকিব বনাম রশিদের লড়াই

বিশ্বকাপে প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ সামনে পাচ্ছে আফগানিস্তানকে। শক্তি-ইতিহাসে বাংলাদেশ এ ম্যাচে ফেবারিট হলেও আফগানিস্তানও নিশ্চিতভাবে ছেড়ে কথা বলবে না। তবে দুই দলের লড়াইয়ে নির্ণায়ক হয়ে উঠতে পারেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেইল স্টেইনও এ ম্যাচে স্পিন বনাম স্পিনের লড়াই দেখছেন। ডেল স্টেইনের মতে, দুই দলেরই ‘ডিএনএ’ হচ্ছে স্পিন। স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন।

আর স্পিনের এ লড়াইয়ে বাংলাদেশের হয়ে লড়াইয়ের কেন্দ্রে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান এবং আফগানিস্তানকে পথ দেখাবেন রশিদ খান। তবে দুজনের মধ্যে তুলনায় রশিদের চেয়ে সাকিবকেই কিছুটা এগিয়ে রাখলেন স্টেইন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বকাপে পারফরম্যান্সের কারণে সাকিব এ লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে মনে করেন স্টেইন। পাশাপাশি রশিদ একার কাঁধে বিশ্বকাপে আফগানিস্তানকে টেনে নিতে পারবেন কি না, সে প্রশ্নও তুলছেন স্টেইন।

ক্রিকইনফোর সঙ্গে এক আলাপে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে লড়াইটা কেমন দেখছেন, জানতে চাইলে স্টেইন বলেন, ‘যদিও তাদের দলে কয়েকজন পেসার আছে। তবে তাদের ডিএনএ হচ্ছে স্পিনার। এই ম্যাচ কেমন হয়, তা নিয়ে আমি রোমাঞ্চিত। কারণ, এ ম্যাচ হবে ডিএনএ বনাম ডিএনএ, অর্থাৎ স্পিন বনাম স্পিন। তবে তাদের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হবে।’

এরপর স্টেইনের কাছে জানতে চাওয়া হয় সাকিব ও রশিদ খান সম্পর্কে। লড়াইটা শেষ পর্যন্ত এ দুজনের কি না, জানতে চাওয়া হলে স্টেইন বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। তবে দুজনের মধ্যে সাকিব আমার কাছে এগিয়ে থাকবে। কারণ, বিশ্বকাপ বিবেচনায় নিলে সে তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ একজন খেলোয়াড়। আর বৈশ্বিক লিগ ক্রিকেটের কথা বললে রশিদ অসাধারণ একজন খেলোয়াড়।’

রশিদের সামর্থ্যে আস্থা থাকলেও তিনি এককভাবে আফগানিস্তানকে বড় কোনো সাফল্যের দিকে নিতে পারবেন কি না, সে প্রশ্নও তুলেছেন স্টেইন, ‘কিন্তু সে কি আফগানিস্তানকে নিজের কাঁধে টেনে নিয়ে যেতে পারবে? এটা বড় একটি প্রশ্ন। সে কি এটা করতে পারবে? সাকিব অসাধারণ। সে তার সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারে। আন্তর্জাতিক স্তরে একজন দারুণ পেশাদার ক্রিকেটার।’

সম্পর্কিত খবর

বৈদেশিক মুদ্রার বড় উৎস হতে পারে কৃষিপণ্য রপ্তানি

Zayed Nahin

পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে : হাছান মাহমুদ

gmtnews

আজ ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ শুরু

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত