চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে।
রোববার গুইঝো প্রদেশের পাংগুয়ানের শানজিয়াওশু কয়লা খনিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে পানঝো শহর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে কনভেয়ার বেল্টে আগুন লাগার পর আটকা পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়।
বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন। বায়ু এবং সৌর শক্তির ক্ষমতার ব্যাপক প্রসার সত্ত্বেও বিদ্যুতের জন্য কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটির কয়লাখনি শিল্প শ্রমিকদের নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা নিলেও এই ধরনের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছেই।
সূত্র : এপি