29 C
Dhaka
April 1, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

লিটন যাচ্ছেন, জানেন না পাপন

জ্বরে আক্রান্ত হয়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। এখন অবশ্য পুরোপুরি সুস্থ আছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, দলে ইনজুরি শঙ্কা থাকায় আজ রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তানে পাঠানো হবে লিটনকে।  

 

তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, এখনও লিটনের যাওয়ার ব্যাপারে কিছু জানেন না তিনি। আজ ধানমন্ডিতে সাংবাদিকরা লিটনের ব্যাপারে প্রশ্ন করলে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কি। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম। ‘

এদিকে ক্রিকেটপাড়ায় খবর ছড়িয়ে পড়েছে, আজ রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানে রওয়ানা হবে লিটন। এ ব্যাপারে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে বিসিবি প্রধান বলেন, ‘যাচ্ছে? এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো… কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা, আমার কাছে একদম… (অবাক)। আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে। ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা সামথিং নিউ। ‘

লিটন গেলেও কার পরিবর্তে তাকে দলে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি। তবে বিসিবি প্রধানের মতে, দলে লিটন ‘অটোচয়েজ’। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার টিম ম্যানেজমেন্টে। পাপন বলেন, ‘লিটন তো অটোচয়েজ। সে তো খেলবেই। টিম ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করবেন কাকে খেলাবেন। ‘

এর আগে লিটনকে দলে ফেরানো প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘লিটনকে নিয়ে যাওয়ার জন্য তো কাউকে ইনজুরিতে পড়তে হবে। দল তো ১৭ জনের হয়ে গেছে। তবে কিছু ইনজুরি শঙ্কা আছে দলে। আমরা আলোচনা করছি আপাতত। ‘

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি পাওয়ার পরই বিসিবি জানিয়ে দেবে কে বাদ পড়ছেন। নিয়ম অনুযায়ী, এশিয়া কাপে ১৭ জনের বেশি স্কোয়াড সাজাতে পারবে না কোনো দল।

এদিকে লিটন না থাকায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ওপেনিং জুটি। নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ফেরেন দ্রুতই। ম্যাচটাও হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য তানজিদের জায়গায় ওপেন করতে আসেন মেহেদী হাসান মিরাজ। ১১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ-সেরা হন তিনি। ম্যাচটাও ৮৯ রানে জিতেছে টাইগাররা।

মিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি প্রধান বলেন, ‘মিরাজ তো ভালো করেছে। একটা দুই-তিনটা ম্যাচে খারাপ হতেই পারে। দুইটা ম্যাচে রান করলে ভালো হতো ওর এবং দলের জন্য। যত ম্যাচ খেলবে তত কঠিন বোলার সে পাবে। মনোযোগটা আরও বাড়াতে হবে। ও ভালো প্লেয়ার ভালো পারফর্ম করেছে। আশা করি সামনেও ভালো করবে। ‘

সম্পর্কিত খবর

দ্রুত সময়ের মধ্যে ভোজ্য তেলের দাম কমবে: আইনমন্ত্রী

gmtnews

বিচারিক জীবনের শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি

Shopnamoy Pronoy

বৈদ্যুতিক যানবাহন খাতে জার্মান বিনিয়োগ চান ড. মোমেন

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত