মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেছেন। ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
১০ থেকে ১২ ডিসেম্বর মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়। গতকাল ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। এটা ‘অভূতপূর্ব’ ঘটনা।
জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ আরও জানায়, মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন সিসি। এ হিসাবে দেশটির প্রায় ৩ কোটি ৯০ লাখের বেশি ভোটার তাঁকে ভোট দিয়েছেন।