এনামুলকে দিয়ে টপ অর্ডার শেষ
প্রথম ৮ বলে ০।
নবম বলে পুল করে চার।
দশম বলে ডট।
১১তম বলে আবার শর্ট, এবার পুল করতে গিয়ে খাড়া ওপরে ক্যাচ তুলে উইকেটকিপারের হাতে ধরা।
এনামুল হকের ফেরার গল্প এমনই। শার্দূল ঠাকুরের শর্ট বলের ফাঁদে সহজেই পা দিয়ে ফিরে গেলেন তিনে আসা এনামুল। কলম্বোয় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ (সময়ের হিসাবে সেটি নাও হতে পারে অবশ্য) এক দিন!
এর আগে শার্দূল ও শামিকে দুটি চার মেরেছেন সাকিব। তবে খেলেছেন শরীর থেকে দূরে।
৬ ওভারশেষে বাংলাদেশ ২৯/৩।