পবিত্র শবে বরাত উদযাপিত হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সালের রমজান শুরু হতে পারে আগামী ১ বা ২ মার্চ।
ইসলামিক ফাউন্ডেশন এ তারিখ ধরে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানটি ১৪৪৬ হিজরির সময়সূচি চূড়ান্ত করে।
নির্ধারিত সূচি অনুসারে, সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের তিন মিনিট আগে সেহরির শেষ সময় ধরা হয়েছে, আর ফজরের সময় শুরু হবে সুবহে সাদিকের তিন মিনিট পর।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রোজায় ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতার ৬টা ২ মিনিটে। শেষ রোজায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৪ মিনিট ও ইফতার ৬টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করতে পারবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।