ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার চালানো এ হামলায় শিবিরটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় ১৫০ জন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা ফেলেছে। সেখানে ‘সন্ত্রাসী সংগঠন’ হামাসের কামান্ডারেরা লুকিয়ে ছিলেন।
বোমা হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম বিয়ারি নিহত হয়েছেন বলেও দাবি করেন দানিয়েল। তিনি জানান, ইব্রাহিম ছাড়াও হামাসের আরও কয়েকজন কমান্ডারের প্রাণ গেছে। তাঁদের হত্যা করার জন্যই শারণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।