অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

ওই সময়ের মধ্যে আপনার নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

কয়েক দফা বাড়ানোর পর সবশেষ হজযাত্রী নিবন্ধনের সময় গত ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

এ পর্যন্ত সরকারি মাধ্যমে চার হাজার ১৬৫ জন ও বেসরকারি মাধ্যমে ৭৫ হাজার ৬৯৭ জন নিবন্ধন করেছেন।

মন্ত্রণালয় জানায়, এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

সম্পর্কিত খবর

লিবিয়া উপকূলে ৬১ জন আশ্রয়প্রার্থীর ডুবে মৃত্যু

Hamid Ramim

নোয়াবের বিবৃতি নাকচ গণমাধ্যমকর্মীদের

gmtnews

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত