অগ্রবর্তী সময়ের ককপিট
করোনা আপডেট বাংলাদেশ সর্বশেষ

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা আসছে

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা আসছে

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ​স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চলতি মাসেই এ টিকার কিছু চালান দেশে আসবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ৩১ মে কোভ্যাক্স এর আওতায় আমেরিকার উপহারের ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন। তখন সরকারের তরফে আরও টিকা পাওয়ার বিষয়ে জানানো হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

সম্পর্কিত খবর

১ ডিসেম্বর থেকে ঢাকা-খুলনা রুটে চলবে ‘নকশীকাঁথা এক্সপ্রেস’

Zayed Nahin

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৬ মে ২০২৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

gmtnews

রাষ্ট্রপতির নির্বাচন যথাসময়ে: আইনমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত