অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি

সমাবেশের নাম করে বিএনপি রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন প্রতিহত করবেঃস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি ঢাকায় ২০ লাখ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমাল ও রাস্তাঘাট বন্ধ করে, তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।’আজ বুধবার বেলা দুইটার দিকে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।দেশের জনগণের ভোটে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে।প্রধানমন্ত্রীর প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ্বাস করেন। চর কুকরিমুকরি থেকে তেঁতুলিয়া, যেখানেই যাবেন সেখানেই একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তাঁর বিকল্প আর কেউ নেই। আসমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাফিজুর রহমান খান প্রমুখ।

সম্পর্কিত খবর

দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহ্বান মাশরাফির

Zayed Nahin

দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস শিশু-কিশোরদের সামনে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

gmtnews

মতিঝিল থেকে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ল

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত