অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি

শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতাতেই দেশ এগিয়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসাজশে দেশে জঙ্গিবাদ উত্থানের যে চেষ্টা হয়েছিল, তা দমনে ডিএমপির ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, পুলিশ শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা অর্জন করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বেলা তিনটার দিকে রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির পাশে অবস্থিত ডিএমপি সদর দপ্তর থেকে ডিএমপির সদস্যরা শোভাযাত্রা করে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে যান। পরে সেখানে কেক কেটে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশে জঙ্গিবাদ উত্থানের চেষ্টা দমনে ডিএমপির কাউন্টার টেররিজম বিশেষ ভূমিকা পালন করেছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাস ও চলন্ত গাড়ি পুড়িয়ে মানুষকে হত্যা করার দৃশ্য দেশবাসী দেখেছে। ডিএমপি দগ্ধ মানুষদের উদ্ধার করে বার্ন ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ১৯৭৬ সালে ৬ হাজার পুলিশ ও ১২টি থানা নিয়ে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে (হেফাজত কর্মীদের হটাতে), পরে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আগুন সন্ত্রাস দমন ও ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি আক্রমণের ঘটনায় ডিএমপির ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আইজিপি আরও বলেন প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে প্রতিষ্ঠা করতে ডিএমপির প্রতিটি সদস্য হবেন অগ্রসৈনিক। সাইবার অপরাধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধসহ নিত্যনতুন ও চাঞ্চল্যকর অপরাধ নির্মূলে ডিএমপির সাফল্য অভাবনীয়। স্বাগত বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বর্তমানে ডিএমপির সক্ষমতা আরও বেড়েছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস বা নাশকতা সৃষ্টির অপপ্রয়াস ঠেকাতে, জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষায় ডিএমপি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ

News Editor

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুলিশ-জুডিসিয়াল সার্ভিসের সমন্বয়ের বিকল্প নেই: সিআইডি প্রধান

gmtnews

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ, ঢাকায় স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত