লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের আল মায়াদেন টিভি হামলার খবর সম্প্রচার করেছে।
বলা হয়েছে, লেবাননের কাফল শুবা ও ওদেইশেহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।