অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল

রোনালদো বা রুনি নন, গারনাচো গারনাচোই

গোলটি দেখে কেউ তুলনা টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে, কেউবা বলছেন ওয়েইন রুনির কথা। তবে একটা জায়গায় প্রায় সবাই একমত, এখন পর্যন্ত এটিই মৌসুমের সেরা গোল।

বলা হচ্ছে রোববার রাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর গোলের কথা। ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপীয় ফুটবল ক্যারিয়ারে একই ধরনের গোল করেছিলেন রোনালদো ও রুনি। যে কারণে ধারাভাষ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গারনাচোর গোলের আলোচনায় উঠে এসেছে এ দুজনের নাম। পর্তুগিজ ও ইংলিশ তারকার সঙ্গে গারনাচোকে তুলনাও করেছেন অনেকে। এ নিয়ে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য গারনাচোকে গারনাচোর জায়গাতেই রাখতে বলেছেন।

এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ৩–০ ব্যবধানের জয়ের পর টেন হাগ রোনালদো–রুনির সঙ্গে গারনাচোর তুলনা নিয়ে বলেন, ‘তুলনা করবেন না। এটা ঠিক নয়। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে। গারনাচোকে বাকি দুজনের কাছে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’

গারনাচোকে রোনালদো বা রুনির মানে যেতে কী করতে হবে, সেটাও বলেছেন টেন হাগ, ‘এ ধরনের পারফরম্যান্স নিয়মিতভাবে করতে হবে, যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে দুর্দান্ত কিছু করার ভালো সম্ভাবনাই আছে গারনাচোর। আমরা এমনটা প্রথম দেখছি না। ওর কাছ থেকে ঝলক এরই মধ্যে কয়েকবার দেখেছি। তবে রুনি বা রোনালদোর মতো হলে প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমে ২০–২৫টি করে গোল করতে হবে। এটা করা সহজ নয়। তবে তার সম্ভাবনা আছে।’

গুডিসন পার্কে করা গারনাচোর গোলটিকে অবশ্য এখন পর্যন্ত মৌসুমের সেরা বলতে আপত্তি নেই ইউনাইটেড কোচের, ‘দুর্দান্ত একটা গোল হয়েছে। মৌসুমে যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি, এমন গোল আরও দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এটিই সম্ভবত মৌসুমের সেরা গোল। গোল তৈরি থেকে হওয়া পর্যন্ত পুরোটাই চমৎকার ছিল। তবে ফিনিশিংটা হয়েছে অবিশ্বাস্য।’

এভারটনকে হারিয়ে ১৩ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান এখন ষষ্ঠ। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আছে সপ্তম স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ১৩ ম্যাচে ৩০। ২৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলার পয়েন্ট সমান, ২৮। ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহাম।

সম্পর্কিত খবর

গুয়াহাটিতে আজ বাংলাদেশের বোলারদের ‘লিটমাস টেস্ট’

Shopnamoy Pronoy

জয়ের ফিফটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

gmtnews

বোলিংয়ের পর বাটলার ঝড়ে হ্যাট্টিক জয় ইংল্যান্ডের

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত