বেলারুশে সোমবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় দফার আলোচনা থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। আলোচনা অনেকটা ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে। মস্কো ও কিয়েভ উভয়পক্ষের প্রতিনিধি দল এ কথা জানিয়েছে।
রুশ প্রধান আলোচক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডেনস্কি বলেন, আলোচনায় প্রত্যাশিত ফলাফল আসেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মিখাইল পডোলিয়াকও স্বীকার করেছেন, পরিস্থিতির উন্নয়ন ঘটানোর মতো কোন ফলাফল পাওয়া যায়নি। তবে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
শিগগিরই চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে কোন পক্ষই দিনক্ষণের কথা উল্লেখ করেনি।
আলোচনায় রাশিয়ার মূল শর্তসমূহের মধ্যে রয়েছে দনেৎস্ক ও লুগানস্ক প্রজাতন্ত্র এবং ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি। এসব শর্ত মানা হলেই কেবল ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া।